Posts

Showing posts from October, 2022
Image
  চোখ উঠা (ইংরেজি : Conjunctivitis -কনজেক্টিভাইটিস)হচ্ছে চোখের ভাইরাসজনিত ইনফেকশন। ভাইরাসজনিত চোখ ওঠার তেমন কোনো চিকিৎসা নেই। সাধারণত বেশ কয়েক দিন পর এমনিত যায়। আক্রান্ত রোগী থেকে সর্বত্র ছড়িয়ে পড়া প্রতিরোধে যে বিষয়ে খেয়াল রাখা জরুরি— ● চোখের পানি বা ময়লা মোছার জন্য আলাদা তোয়ালে বা রুমাল ব্যবহার করা ● পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিষ্কার রুমাল ব্যবহার করা যাবে না ● এই সময়ে কালো চশমা পরা যেতে পারে, এতে বাইরের ধুলাবালু বা বাহ্যিক আঘাত থেকে রক্ষা পাওয়া যায় ● বাইরের পানি দিয়ে ঝাপটা দেওয়া যাবে না ● চোখের পাতা বেশি ফুলে গেলে বরফ দেওয়া যেতে পারে ● চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খাওয়া উচিত ●চোখে ব্যাথা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আই অয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে ● হাত না ধুয়ে যখন-তখন চোখ ঘষা বা চুলকানো যাবে না ● চোখ ওঠা শিশুদের আলাদা বিছানায় শোয়াতে হবে।