Posts

Image
  চোখ উঠা (ইংরেজি : Conjunctivitis -কনজেক্টিভাইটিস)হচ্ছে চোখের ভাইরাসজনিত ইনফেকশন। ভাইরাসজনিত চোখ ওঠার তেমন কোনো চিকিৎসা নেই। সাধারণত বেশ কয়েক দিন পর এমনিত যায়। আক্রান্ত রোগী থেকে সর্বত্র ছড়িয়ে পড়া প্রতিরোধে যে বিষয়ে খেয়াল রাখা জরুরি— ● চোখের পানি বা ময়লা মোছার জন্য আলাদা তোয়ালে বা রুমাল ব্যবহার করা ● পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিষ্কার রুমাল ব্যবহার করা যাবে না ● এই সময়ে কালো চশমা পরা যেতে পারে, এতে বাইরের ধুলাবালু বা বাহ্যিক আঘাত থেকে রক্ষা পাওয়া যায় ● বাইরের পানি দিয়ে ঝাপটা দেওয়া যাবে না ● চোখের পাতা বেশি ফুলে গেলে বরফ দেওয়া যেতে পারে ● চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খাওয়া উচিত ●চোখে ব্যাথা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আই অয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে ● হাত না ধুয়ে যখন-তখন চোখ ঘষা বা চুলকানো যাবে না ● চোখ ওঠা শিশুদের আলাদা বিছানায় শোয়াতে হবে। 
Image
  👉কিভাবে Google Forms তৈরি করতে হয়?  👉Google Forms এর কাজ কি?  👉কেন Google Forms এত বিখ্যাত? 👉কেন Google Forms আমার বা আপনার জানা দরকার? 👉Google Forms দিয়ে আমি কি করব ?  👉আপনি কি করবেন? এ সব বিষয় এবং Google Apps অন্যান্ন বিষয় জানতে উপরের ভিডিওটি দেখুন । অথবা এইখানে ক্লিক করুন  
Image
  ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে। আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে। বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই। তাই আসুন , ডিজিটাল মার্কেটিং করি,বেকারত্ব হ্রাস করি। বিস্তারিত জানতে - ক্লিক করুন
Image